মানিকছড়িতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন

fec-image

সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বড় উৎসব দুর্গাপূজার মহাদশমীতে আনুষ্ঠানিকতা শেষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটি মন্দিরের উদযাপিত দুর্গাপূজার সকল মূর্তি ডোবা ও লেকে শান্তিপূর্ণ পরিবেশে বিসর্জন দেওয়া হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) দুর্গাপূজার দশমীতে পূজা মণ্ডপে পুষ্পাঞ্জলি শেষে দুপুরের পর বিসর্জনের প্রস্তুতি শুরু করেন পূজা উদযাপন কমিটি।

মানিকছড়ি বাজার শ্রী শ্রী রাজ শ্যামা কেন্দ্রীয় কালী মন্দিরের প্রতিমা মন্দির সংলগ্ন পুকুরে, একসত্যা পাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিমা মন্দির সংলগ্ন পুকুরে, তিনটহরী শ্রী শ্রী দুর্গা মন্দিরের প্রতিমা তিনটহরী গোদার পাড় পুকুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বিসর্জন দেওয়া হয়েছে।

দশমীর সমাপনী দিনেও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম উপস্থিত ছিলেন।

উপজেলার তিনটি পূজা মণ্ডবে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আন্তরিকতায় কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রুপেন পাল ও সাধারণ সম্পাদক অমর কান্তি দত্ত।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন