মানিকছড়িতে ২ দিনব্যাপি শিশু মেলা সম্পন্ন

fec-image

রামগড় তথ্য অফিসের আয়োজনে ৩ ও ৪ মার্চ দু’দিনব্যাপি জমকালো আয়োজনে মানিকছড়িতে শিশু-কিশোরদের অংশগ্রহনে অনুষ্টিত হয়েছে‘শিশু মেলা’। এতে শিশু-কিশোররা মন-প্রাণ খুলে বির্তক, চিত্রাংকন, রচনা, নৃত্য, নাটক, গান পরিবেশনায় অংশগ্রহন করেছে।

জানা গেছে, শিশু ও নারী উন্নয়নে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে তথ্য মন্ত্রণায়নের অর্থায়নে রামগড় তথ্য অফিস, মানিকছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩ ও ৪ মার্চ দিন ব্যাপি উপজেলা পরিষদ চত্বরে শিশু মেলার আয়োজন করেন।

উক্ত মেলায় শিশু-কিশোররা স্টল প্রদানসহ বির্তক, চিত্রাংকন, রচনা, নৃত্য, নাটক, গান পরিবেশনায় অংশগ্রহন করেন।

সমাপনী দিবসের পরন্ত বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নিবার্হী অফিসার তামান্না মাহমুদ ও রামগড় তথ্য কর্মকর্তা বিশ্ব নাথ মজুমদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নারী উন্নয়ন, মানিকছড়ি, শিশু মেলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন