মেসি এমএলএসে নিয়ম ভেঙেছেন, হতে পারে শাস্তি

fec-image

মেজর লিগ সকারে ইন্টার মায়ামির খেলা ছিল রেড বুলসের মাঠে। প্রথম সেকেন্ড থেকে মেসি, মেসি বলে যে গর্জন উঠেছিল তাতে বোঝার উপায় নেই ইন্টার মায়ামি খেলছে প্রতিপক্ষের মাঠে। কিন্তু মেসি ছিলেন বেঞ্চে। দর্শকদের অপেক্ষার প্রহর কাটিয়ে মাঠে নামেন ৬০ মিনিটে।

ম্যাচ শেষের এক মিনিট আগে গোল করে রাঙালেন অভিষেকও। ম্যাচের পর অবশ্য একটি নিয়ম ভেঙেছেন মেসি। ইন্টার মায়ামির মুখপাত্র মলি ড্রেসকার বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, এমএলএসের নিয়ম অনুযায়ী ম্যাচে অংশগ্রহণকারী সকল ফুটবলারদের ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে হয়। কিন্তু নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ শেষে সাক্ষাৎকার দেননি মেসি।

এ কারণে শাস্তির মুখোমুখি হতে পারেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। যদিও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মেজর লিগ কর্তৃপক্ষ। লিগে মেসির অভিষেক ম্যাচ দেখতে টাইমস স্কয়ারে বসানো হয়েছিল জায়ান্ট স্ক্রিন। এমনকি খোদ রেড বুলস ক্লাবও লাল গালিচা বিছিয়েছিল মেসি বরণে! রেড বুলসের বিপক্ষে গোলের পর দলের হয়ে ৯ ম্যাচে ১১ গোল হয়ে গেছে মেসির।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে কয়েকটা ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এমএলএসে ফিরে দারুণ জয় পেলাম। ধন্যবাদ নিউ ইয়র্ক।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন