মোহাম্মদ হোছাইন রামু উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

ramu pic md hossain 28.2

রামু প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ১১টি সৃজনশীল বিষয়ের উপর প্রাপ্ত পয়েন্টের মাধ্যমে রামু উপজেলার জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন রামু উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ হোছাইন রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ দ্বীপ ফতেখাঁরকুল গ্রামের নুর আহমদ সওদাগরের প্রথম ছেলে। মোহাম্মদ হোছাইন উপজেলা আইসিটি ট্রেনিং সেন্টারের মাস্টার ট্রেইনার হিসেবেও নিয়োজিত রয়েছেন।

মোহাম্মদ হোছাইন ২০১৫ সালের ১এপ্রিল এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। আগে ২০০১ সালের ১৩ সেপ্টেম্বর থেকে তিনি জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে সুনামের সাথে শিক্ষকতা করেছিলেন।

জানা গেছে, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষা সন্তোষজনক ফলাফল, ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতিতে সফলতা, ভৌত অবকাঠামোসহ সার্বিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের জন্য তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন রামু উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেলসহ সকল সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী ও ছাত্রীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন