রাখাইনে ফিরতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ

fec-image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিজ দেশ মিয়ানমারের রাখাইনে ফিরতে সমাবেশ করেছেন হাজারও রোহিঙ্গারা। সমাবেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফিরতে সবাইকে ঐক্যবদ্ধ, যথাযথ উদ্যোগ নিতে বলা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট ) সকালে উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে পৃথকভাবে ২ ট সমাবেশের আয়োজন করেন সাধারণ রোহিঙ্গারা। সমাবেশে রোহিঙ্গা বক্তারা আঞ্চলিক ভাষায় বলেন, অ্যাঁরার দেশত অ্যাঁরা ফেরত যাইতো চাই।

রোহিঙ্গা নেতারা বলেন, রোহিঙ্গা জাতির নিজস্ব ঠিকানা ও ঘরবাড়ি সহায় সম্পদ এবং নিজস্ব পরিচয় সব ছিল। মিয়ানমার জান্তা সরকার যুগের পর যুগ নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে দমন-পীড়ন ও নির্যাতন চালিয়ে রোহিঙ্গাদের সব কিছু জ্বালিয়ে দিয়ে ২০১৭ সালে রাখাইন থেকে বিতাড়িত করেছে। সেই থেকে আমরা আশ্রয় হিসেবে বাংলাদেশে ক্যাম্পের ঝুপড়ি ঘরে বাস করছি। বছরের পর বছর নিজ দেশ ও মাতৃভূমি ছেড়ে আরেক দেশে জীবন কাটানো যায় না।

রাখাইনে যা আছে তাদের কে নতুন করে আরকান আর্মি দমন-পীড়ন ও নির্যাতন চালিয়ে দেশ ছাড়া করতেছে। সেজন্য মিয়ানমারে ফিরে যেতে ক্যাম্পে বসবাস করা রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ করতে এই সমাবেশ আয়োজন। কিভাবে মিয়ানমারের রাখাইনে নিজ দেশে ফিরতে পারি সেই সহজ পথই খুঁজছি আমরা।

সমাবেশে তাঁরা আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে আমরা বাংলাদেশ সরকারের সহানুভূতিশীল সহযোগিতা কামনা করি এবং একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা ও সমর্থন প্রত্যাশা করি।’

সমাবেশের দৃষ্টিকারে রোহিঙ্গা তরুণ তরুণীদের। তারা রং-তুলি–পেনসিল দিয়ে চিত্র অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলে ২০১৭ সালের রোহিঙ্গা নির্যাতনের গণহত্যার দৃশ্য।

এদিকে সমাবেশে আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক সম্মেলন, উখিয়া, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন