রাঙামাটিতে নিজ ভূসম্পত্তি রক্ষার্থে প্রধানমন্ত্রীর সাহায্য চান বীর মুক্তিযোদ্ধা

fec-image

রাঙামাটিতে জায়গাজমি জবর দখলসহ প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

সোমবার (১০ জুলাই) সকালে রাঙামাটি প্রেস ক্লাবের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মলনে বীর মুক্তিযোদ্ধা বলেন, ১৯৫৮ সালে আমার বাবার মৃত্যুর পর আমার চাচা আমির আলী, রব্বত আলী ষড়যন্ত্র করে আমাদের পারিবারিক পাঁচ একর জায়গা দখল করে নিজেদের নামে করে ফেলে। পরে মামলা করে আমি জায়গাগুলো ফেলেও তারা প্রভাব কাটিয়ে আমার জায়গা দখলে রাখে।

তিনি আরও বলেন, আমার স্বজনরা সালিশের নামে আমাকে ডেকে নিয়ে এসিড মেরে আমার চোখ নষ্ট করে দেয়। আমি হতদরিদ্র । তাদের ভয়ে দিন কাটাচ্ছি।

তিনি বলেন, আমি শুধু একজন বীর মুক্তিযোদ্ধা নয়, আমি মুক্তিযুদ্ধের কমান্ডার। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সাহায্য কামনা করছি আমার পৈত্রিক সম্পত্তিগুলো যেন এ প্রভাবশালী মহলের দখল থেকে উদ্ধার করে দেয়।

সংবাদ সম্মেলনে তার ছেলে মোবারক আলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন