রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

Rangamati DC pic01 copy

স্টাফ রিপোর্টার:

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে প্রতিরোধ গড়ার লক্ষ্যে রাঙামাটিতে প্রধানমন্ত্রী সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১.৪৫ মিনিটে সদর উপজেলা কার্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে এভিডিও কনফান্সে অনুষ্ঠিত হয়।

এ সময় রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য উষাতন তালুকদার, রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন, জেলা পুলিশ সুপার সাঈদ তারেকুল হাসান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধূরী, রাঙামাটি রিজিয়নের জিটু আই মেজর মেহেদী, সদর উপজেলা চেয়ারম্যান অরুন বিকাশ চাকমা, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি সাবেক পৌর মেয়র কাজী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে রাঙামাটি সাবেক পৌর মেয়র কাজী নজরুল ইসলাম বলেন, রাঙামাটি এখনো পর্যন্ত জঙ্গি কর্মকাণ্ডের ঘটনা ঘটেনি। তাই এ অঞ্চলের মানুষ শান্তিপূর্ণ ও আনন্দের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে পেরেছে। তিনি বলেন, রাঙামাটি জেলার পরিবেশ পরিস্থিতি অন্য সব জেলার চেয়ে ভিন্ন। এ অঞ্চলে জঙ্গিবাদ ও সন্ত্রাসীর কর্মকা- প্রতিরোধ গড়ার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন