রাঙামাটির ২৭ বাড়িতে লাল পতাকা টাঙালো ভ্রাম্যমান আদালত

fec-image

পার্বত্য জেলা রাঙামাটিতে ২৭টি বাড়িতে লালপতাকা টাঙিয়ে দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। করোনা সংক্রমণ রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে করোনা রোগী থাকায় এ ব্যবস্থা নেয়া হয়। এ সময় করোনায় আক্রান্ত রোগীদের আইসোলেশনে থাকার নির্দেশনা দেন আদালত।

এছাড়া মাস্ক না পড়ায় ২ হাজার ৮শ’কে জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসনের তিনটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নেজারত ডিপুটি কালেক্টর (এনডিসি) মো. বোরহান উদ্দীন মিঠু। তিনি বলেন, রাঙামাটি শহরে স্থাস্থ্যবিধি মেনে চলাচল করতে এবং সচেতনতা বৃদ্ধির জন্য ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালত ৭টি মামলায় ২ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করে।

অপরদিকে পৃথক আরও ২টি ভ্রাম্যমান আদালতে পরিচালনা করেন সিনিয়ার সহকারী কমিশনার তাহমিদা আকতার ও অঞ্জন কুমার দে।

তাঁরা বলেন, রাঙামাটি শহরে ২৭টি বাড়িতে করোনা পজিটিভ রোগী পাওয়া যাওয়ায় সতর্কতার জন্য লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। এসময় রোগীদের হোম আইসোলেশনে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, রেডজোন ঘোষণার পর করোনা রাঙামাটিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার রাঙামাটি জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাবে ১২৬ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন