রাঙামাটি বাঘাইছড়ির বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন

fec-image

পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে: বৃষকেতু চাকমা

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, সমতলের ন্যয় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি’সহ বিভিন্ন সেক্টরের উন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি বাঘাইছড়ির বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা শিক্ষায় অনেক পিছিয়ে ছিলাম।বর্তমানে শিক্ষার হার আগের চাইতে অনেক বৃদ্ধি পেয়েছে। সারা দেশের ন্যায় পার্বত্যঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। এটা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে।

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। এজন্য হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান সরকার সারাদেশে গড়ে তুলছে। শিক্ষার সম্প্রসারণ ও সুস্থ নৈতিক শিক্ষার মাধ্যমে সম্প্রীতি, শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠার কারিগর হিসেবে শিক্ষকদেরও শিক্ষার প্রতি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান জেলা পরিষদ চেয়ারম্যান।

এ সময় জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুঝা মাতব্বর, রেমলিয়ানা পাংখোয়া, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেলসন চাকমা, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাক্য বোধি চাকমা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (ভাঃ) উজ্জ্বল কান্তি দেওয়ান’সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য, বিদ্যালয়ৈ, রাঙ্গামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন