রাঙ্গামাটিতে ৪০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

titu_pt_1253187757_1-Maa_Durga

আলমগীর মানিক, রাঙামাটি:
এ বছর রাঙামাটির ৪০টি মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সে কারণে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন রাঙ্গামাটির মৃতশিল্পীরা। কাদামাটির কাজ শেষ করে এখন মূর্তি রঙ করা, পোষাক তৈরি ও মন্ডপ সাজানোর কাজ করছেন তারা। পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় দেবী দুর্গার আগমনী সুর বেজে উঠেছে। পূজা মন্ডপে দুর্গা মূর্তি ছাড়া দেবদেবীর মূর্তি তৈরি করা হচ্ছে। মূর্তি কারিগররা জানান, মাটির কাজ শেষ পর্যায়ে এখন রঙের কাজ ও সাজসজ্জা শুরু হয়েছে। এরপর দুর্গাপূজা শুরু হবে।

আগামী ১০ অক্টোবর থেকে সারাদেশব্যাপী উৎসবমূখর পরিবেশে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি অমর কুমার দে জানান, এবছর রাঙ্গামাটি জেলায় ৪০টির মতো পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা সকল মন্দিরে পূজা উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। এখন প্রতিটি মন্দিরে চলছে শেষ মুহুর্তের কাজ। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেয়ারও প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

জানা গেছে, রাঙ্গামাটি জেলায় এ বছর ৪০টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ১৪টি, কাপ্তাই উপজেলায় ৭টি, রাজস্থলী উপজেলায় ৩টি, কাউখালী উপজেলায় ৪টি, নানিয়ারচর উপজেলায় ২ টি, জুরাছড়ি উপজেলায় ১টি, বিলাইছড়ি উপজেলায় ১টি, বাঘাইছড়ি উপজেলায় ৪টি, লংগদু উপজেলায় ২টি, ও বরকল উজেলায় ২টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

যে সব মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে, রাঙ্গামাটি সদর উপজেলায় শ্রী শ্রী গীতাশ্রম মন্দির রিজার্ভ বাজার, আইচ ভবন রিজার্ভ বাজার, শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব নতুন জালিয়া পাড়া, রিজার্ভ বাজার, রাঙ্গামাটি, শ্রী শ্রী নারায়ন মন্দির পৌর কলোনী, পুরাতন বাস ষ্টেশন, শ্রী শ্রী রক্ষাকালী বাড়ী, তবলছড়ি, শ্রী শ্রী দুর্গা মাতৃমন্দির স্বর্ণটিলা, শ্রী শ্রী শিতলা মন্দির আসামবস্তী, শ্রী শ্রী সার্বজনীন দূর্গোৎসব গর্জনতলী, শ্রী শ্রী দুর্গা মাতৃ মন্দির কাঠালতলী, শ্রী শ্রী দশভূজা মাতৃমন্দির কালিন্দীপুর, শ্রী শ্রী সনাতন যুব একতা সংঘ কলেজ গেইট, শ্রী শ্রী কালী মাতৃমন্দির ভেদভেদী ও শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কেইল্যা মুড়া।
কাপ্তাই উপজেলায় শ্রী শ্রী কর্ণফুলী দুর্গা মাতৃমন্দির ব্রীক ফিল্ড রোড কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্প, শ্রী শ্রী জয় কালী মন্দির লক গেইট কাপ্তাই, শ্রী শ্রী হরি মন্দির কেপিএম চন্দ্রঘোনা, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মন্দির চন্দ্রঘোণা মিশন চন্দ্রঘোণা, শ্রী শ্রী আদি নারায়ন বৈদান্তিক গীতা মন্দির চন্দ্রঘোনা, শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির রাইখালী বাজার,
রাজস্থলী উপজেলায় শ্রী শ্রী হরি মন্দির, রাজস্থলী বাজার, শ্রী শ্রী দক্ষিণনেশ্বর কালী মন্দির বাঙ্গালহালিয়া,
কাউখালী  উপজেলায় শ্রী শ্রী গীতা মন্দির, ঘাগড়া, শ্রী শ্রী গীতা মন্দির কাউখালী সদর, শ্রী শ্রী গীতা মন্দির বেতবুনিয়া, শ্রী শ্রী সার্বজনীন দূর্গোৎসব বেতবুনিয়া,
নানিয়ারচর উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ মন্দির নানিয়ারচর, শ্রী শ্রী জগন্নাথ মন্দির বুড়িঘাট, জুরাছড়ি উপজেলায় শ্রী শ্রী হরি মন্দির জুরাছড়ি, বিলাইছড়ি উপজেলায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির বিলাইছড়িবাজার, বাঘাইছড়ি উপজেলায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির বাঘাইছড়ি, শ্রী শ্রী হরি মন্দির করেঙ্গাতলী, শ্রী শ্রী জগন্নাথ মন্দির দুরছড়ি।
লংগদু উপজেলায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির লংগদু সদর, শ্রী শ্রী হরি মন্দির মাইনীমুখ ও বরকল উপজেলায় শ্রী শ্রী হরি মন্দির বরকল সদর।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসন দূর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে অন্যান্য বারের মতো এ বছরও প্রত্যেক পূজা মন্ডপের জন্য  বিশেষ অর্থ বরাদ্দ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন