রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকাডুবির ৩দিন পর নিখোঁজ দম্পতির মৃত দেহ উদ্ধার(ভিডিও)

Untitled-2
আলমগীর মানিক, রাঙ্গামাটি: 
সারাজীবন পাশে থাকার কথা দিয়ে চারটি বছর আগে যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে সংসার জীবনের শুরু করেছিলেন করুণ মৃত্যুর সময়েও তাকে জড়িয়ে ধরে একই সাথে চলে গেলেন না ফেরার দেশে। তিনদিন ধরে আকস্মিক ঝড়ো হাওয়ায় কাপ্তাই লেকের পানিতে তলিয়ে যাওয়া আমেরিকা প্রবাসী দম্পতির জড়াজড়ি করে ধরে রাখা লাশ উদ্ধার করেছে যৌথবাহিনীর উদ্ধারকারি দল।

শনিবার সকাল সোয়া আট’টায় রাঙামাটি শহরের জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন কাপ্তাই হ্রদে স্থানীয় লোকজন কাপ্তাই হ্রদে লাশ ভেসে উঠতে দেখে খবর দিলে নৌবাহিনী-ফায়ারসার্ভিস ও সেনাবাহিনীর যৌথ উদ্ধারকারী দল গিয়ে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারী ও আইরীন সুলতানা লিমার লাশ উদ্ধার করে। স্বামী আলাউদ্দীন সাঁতারে পুরস্কার প্রাপ্ত। তাই যুগলবন্দী লাশ দেখে স্বজনদের ধারণা, স্ত্রীকে বাঁচাতে গিয়েই হয়তো এভাবে দু্জনকেই একসাথে মরতে হয়েছে।

ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটি রাঙামাটি জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার প্রক্রিয়া তদারকি করেন। রাঙ্গামাটি ফায়ার ষ্টেশনের সাব ষ্টেশন কর্মকর্তা অমল বড়ুয়া জানান, উদ্ধারকারী দলের সদস্যরা প্রতিদিনের মতো সকালে নিখোঁজ দম্পতির সন্ধানে অভিযানে বের হলে স্থানীয় লোকজন তাদেরকে সংবাদ দেয় লাশ ভেসে উঠেছে। তারা ঘটনাস্থলে গিয়ে ভেসে উঠা দম্পতির লাশ উদ্ধার করে।

নিহত দম্পতি দুই জনেই একে অপরকে জড়ানো অবস্থায় ছিলো। স্বামী আলাউদ্দিনের পরনে ছিলো টিশার্ট প্যান্ট ও তার স্ত্রীর পরনে ছিলো সেলোয়ার কামিজ।

উল্লেখ্য, গত বুধবার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌ ভ্রমনে গিয়ে আকষ্মিক ঘুর্ণিঝড়ের কবলে পড়ে তাদের ইঞ্জিন নৌকা উল্টে যায়। এতে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরীন সুলতানা লিমা কাপ্তাই হ্রদে তলিয়ে যায়। ঘটনার পর পরই কাপ্তাই নৌবাহিনীর ও ফায়ার সার্ভিসের ডুবরী দল গত দুই দিন ধরে তাদের উদ্ধারে ব্যাপক তল্লাশি করলেও তাদের সন্ধান পায়নি।

ঘটনার তিনদিন পর আজ শনিবার সকালে নিখোঁজ দম্পতির লাশ ঐ স্থানেই ভেসে ওঠে। এ নৌ ডুবির ঘটনায় বোট চালক বিটন চাকমা ভাগ্যক্রমে বেঁচে গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন