রাজস্থলীতে সনাতন ধর্মালম্বীর বৈদান্তিক গীতা বিদ্যাপীঠ পরিদর্শন করলেন ইউএনও

রাজস্থলী প্রতিনিধি:
দূর্গম পার্বত্য রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজার হরি মন্দিরে সনাতন ধর্মালম্বীদের বৈদান্তিক গীতা বিদ্যাপীঠ পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস।

তিনি পরিদর্শনকালে বৈদান্তিক গীতা বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের শিক্ষা বিষয়ে অবগত হয়ে সন্তোষ প্রকাশ করেন। সকালে গীতাপাঠ, ধর্মীয় দেশনা, চিত্রাঙ্কন, রচনা বিভিন্ন শিক্ষা বিষয়ে এ বিদ্যাপীঠে শিক্ষা প্রদান করা হয়।

বিদ্যাপীঠের অধ্যক্ষ শ্রীমৎ দীলিপ চক্রবর্তী প্রতিবেদককে জানান, দীর্ঘদিন ধরে সনাতন ধর্মারম্বীদের ছাত্র-ছাত্রীরা এ গীতা বিদ্যা থেকে বঞ্চিত ছিল। আমি যোগদান করে গীতা বিদ্যাপীঠ প্রতিষ্ঠাতা করে ছাত্র-ছাত্রীদের শিক্ষা আলো প্রসার ঘটিয়েছি।

ইউএনও পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহাসহ মন্দির পরিচালনা কমিটির সদস্য-সদস্যা ও ভক্ত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন