রামগড়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

fec-image

খাগড়াছড়ির রামগড়ে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে রামগড় লেক পাড়স্থ মুক্তিযুদ্ধের বিজয় ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মত্যাগ দানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রামগড় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, রামগড় পৌরসভা, রামগড় প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রামগড় সরকারি ডিগ্রি কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, লেডিস ক্লাব, হর্টিকালচার সেন্টার, ত্রিপুরা স্টুন্ডেন্ট ফোরাম, ত্রিপুরা কল্যাণ সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর।

রামগড় উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) হোসাইন মো. রায়হান কাজেমী, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম ও মো. ছালেহ আহাম্মদ।

পরে প্যারেড কমান্ডার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে কুচকাওয়াজে অংশ নেন পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্লস গাইড, স্কাউট ও কাবদল। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ সময় বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়মে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী, জেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান। এছাড়া জেলা আওয়ামী লীগের নেতা শের আলী ভুইয়া বক্তব্য দেন।

বিজয় দিবস উপলক্ষে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতালে উন্নত খাবার পরিবেশন করা হয়।

বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনীধি, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।

বিকাল সাড়ে ৪টায় দেশের অন্যান্য স্থানের মত রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ অংশ নেন।

সন্ধ্যায় বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে আয়োজন করা হয় বিজয় দিবসের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন