রামুতে ঈদুল আযহায় শতাধিক বৌদ্ধ পরিবারে মুক্তিযোদ্ধার মুরগী বিতরণ

fec-image

বৌদ্ধ সম্প্রদায়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন রামুর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবেশী বৌদ্ধ সম্প্রদায়ের শতাধিক পরিবারে মুরগী বিতরণ করেছেন তিনি।

ঈদুল আযহার আগেরদিন শুক্রবার বিকালে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা সহ আশপাশের গ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের বাসিন্দাদের এসব মুরগী বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা, আদর্শ কৃষক মোজাফ্ফর আহমদ জানিয়েছেন-প্রতিবছর ঈদুল আযহার আগে তিনি এলাকার বৌদ্ধ পরিবারগুলোকে এভাবে মুরগী বিতরণ করেন। ঈদুল আযহার আনন্দে তারাও যেন বাদ না যান, এ লক্ষ্যে এ উদ্যোগ চলমান রেখেছেন।

উল্লেখ্য মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ মহামারী করোনা পরিস্থিতিতে কাউয়ারখোপ ইউনিয়নের আলেম-ওলামাদের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন। কয়েকশ পরিবারকে নগদ অর্থ সহায়তাও দিয়েছেন তিনি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম জানিয়েছেন, মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের এ উদ্যোগ ব্যতিক্রমী ও প্রশংসনীয়। সুখী-সমৃদ্ধ দেশ গড়ার জন্য এভাবে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদুল আযহা, বৌদ্ধ, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন