রামুতে শোকাবহ ১৫ আগস্ট স্মরণে ছাত্রীদের ব্যতিক্রমী চিত্র প্রদর্শনী

fec-image

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিয়ে শিক্ষার্থীদের আঁকা চিত্রপ্রদর্শনী।

সোমবার (১৪ আগস্ট) বিকাল ৩ টায় রামু উপজেলা পরিষদের নতুন ভবন চত্বরে ব্যতিক্রমী এ চিত্রপ্রদর্শনীর আয়োজন করে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।

এ সময় চিত্রপ্রদর্শনী ঘুরে দেখেন, কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভূঁইয়া, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম ও রামু প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।

চিত্রপ্রদর্শনী পরিদর্শন শেষে সংসদ সদস্য আলহাজ্জ সাইমুম সরওয়ার কমল বলেন, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা জাতীয় শোক দিবসের প্রাক্কালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্রপ্রদর্শনী আয়োজনের মাধ্যমে ছাত্রীরা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। ছাত্রীদের আঁকা প্রতিটি ছবিতে ভয়াল ১৫ ই আগস্টের নৃশংস হত্যাকান্ডের চিত্র ফুটে উঠেছে। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের অনেক ছবি ছাত্রীরা রঙের তুলিতে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। এ আয়োজন সবার জন্য প্রশংসনীয় ও অনুকরণীয়। এর মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব আর অসীম ত্যাগের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাবে। এ আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশেও অনন্য ভূমিকা রাখবে।

রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল জানান, পুরো আয়োজনটি সবাইকে মুগ্ধ করেছে। সবাই আগামী দিনের সম্ভাবনাময় আর্টিস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা রঙের তুলিতে ফুটিয়ে তুলে সারাদেশের মানুষের সামনে তুলে ধরেছে। এটা সবার জন্য গর্বের।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান, ছাত্রীরা আগামী বাংলাদেশের ভবিষ্যত নাগরিক, তাদের হাতে, চিন্তায়-চেতনায় চিত্রাঙ্কনের মাধ্যমে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের প্রতি তাদের ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। শোকাবহ ১৫ আগস্ট স্মরণে সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রামু উপজেলায় অন্যান্য আয়োজনের পাশাপাশি রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিজেদের আঁকা ছবি নিয়ে এ চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে। পুরো আয়োজনটি ছিলো অসাধারণ। এজন্য তিনি রামু উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম জয়নাল আবেদীন ও প্রদর্শনী সমন্বয়কারী সহকারি শিক্ষক সুমথ বড়ুয়া জানান, বিদ্যালয়ের ছাত্রীরা শোকাবহ আগস্ট স্মরণে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সংগ্রামী জীবনের নানাদিক নিয়ে আকাঁ অর্ধ শতাধিক ছবি নিয়ে এ চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে। ছাত্রীরা স্ব-উদ্যোগে, স্বতঃস্ফূর্তভাবে এ চিত্রপ্রদর্শনী আয়োজন করেছে। ছাত্রীদের এ উদ্যোগে শিক্ষকরাও গর্বিত।

রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের ব্যতিক্রমী এ চিত্রপ্রদর্শনী ঘুরে দেখেন প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় জনসাধারণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন