রামুতে হাজারীকুলসহ বিভিন্ন দুর্গত এলাকায় রিয়াজউলের ত্রাণ বিতরণ

 FW_V1705 a5-1.0-20100325 (S)Calib(WB:1,BP:1,AF:1,ESK:1,EST:1,VIG:1,MS:1,IRIS:1,BLC:1); AWB(1626,1338); Info(5680,425,317,0,1024,146,0)(VIG:3031;WB:1014,2044,900,2100,1872,1216,1750,1220;BP:0,1,65,2949,6931,1352);
FW_V1705 a5-1.0-20100325 (S)Calib(WB:1,BP:1,AF:1,ESK:1,EST:1,VIG:1,MS:1,IRIS:1,BLC:1); AWB(1626,1338); Info(5680,425,317,0,1024,146,0)(VIG:3031;WB:1014,2044,900,2100,1872,1216,1750,1220;BP:0,1,65,2949,6931,1352);

নিজস্ব প্রতিনিধি:
রামুতে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় দূর্গতদের মাঝে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমের ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

বুধবার ত্রাণ বিতরণকালে উপজেলা চেয়ারম্যান রিয়াজউল আলম সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তবানদের বন্যা দূর্গত রামুবাসীর দুঃসময়ে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি দূর্গত রামুবাসীর জন্য সরকারের বরাদ্দ বাড়ানোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন।

উপজেলা চেয়ারম্যান রিয়াজউল আলম গতকাল বুধবার (১ জুলাই) হাজারীকুলসহ বিভিন্ন এলাকা পরিদর্শন এবং বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে রান্না করা খাবার ও চাল বিতরণ করেন। এসময় হিন্দু নেতা ডাঃ আশুতোষ চক্রবর্তী মন্টু, আফসানা জেসমিন পপি মেম্বারসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন