রামুর সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ

reaz ul alam pic (1) (2)

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনায় নবপ্রতিষ্ঠিত আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এই বই বিতরণ করেন।

বিতরণী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বলেন, কক্সবাজারের রামু উপজেলার অবহেলিত ও অনগ্রসর এলাকা সমুহকে পর্যায়ক্রমে শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন করা হবে। শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেয়ার পাশাপাশি উপবৃত্তিসহ নানা শিক্ষা উপকরণ বিনামূল্যে প্রদান করে আসছেন।

মহান জাতীয় সংসদের শ্রেষ্ঠ বক্তা, রামু-কক্সবাজারের প্রিয় নেতা আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের নামে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করায় উখিয়ারঘোনার সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ জানিয়ে উপজেলা চেয়ারম্যান আরো বলেন, এ বিদ্যালয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা করা হবে।

আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কাউয়ারখোপের সাবেক চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নিজামুল হক, গর্জনিয়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া।

পরিচালনা কমিটির সদস্য এরশাদ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হোছন মেম্বার। অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন, স্থানীয় মুরব্বি আলহাজ্ব জয়নাল আবেদিন, কাউয়ারখোপ ইউনিয়নের মহিলা মেম্বার আনার কলি, সাবেক মেম্বার খুইল্যা মিয়া, মোহাম্মদ আবছার মেম্বার, সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সামশুল আলম জানান, কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকা শিক্ষা-দীক্ষায় অনেক পিছিয়ে ছিল। এ পিছিয়ে পড়া এলাকার আলোকিত মানুষের উদ্যোগে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হলে সর্বস্তরের মানুষ সার্বিক সহযোগিতায় এগিয়ে আসেন। এলাকার সকলের মতামতের ভিত্তিতে একজন আলোকিত মানুষ হিসেবে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র নামে আমরা বিদ্যালয় প্রতিষ্ঠা করি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন