রামু থানা উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী সভা অনুষ্ঠিত

0022001113211 copy

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামু থানা পুলিশের উদ্যোগে জাঙ্গিবাদ বিরোধী ও নারীর প্রতি সহিংসতা, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ শীর্র্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্লাস কক্ষে আয়োজিত জঙ্গিবাদ বিরোধী ও নারীর প্রতি সহিংসতা, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় সভাপতিত্ব করেন রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর। এতে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার বেগম সেলিনা কাজী।

রামু থানার ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভূট্টো, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম, রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, রামু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, নারী নেত্রী সোনিয়া বড়ুয়া মেম্বার, জাগো নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী শিউলী শর্মা, কাজী আবু বক্কর ছিদ্দিক, কাজী সাইফুল ইসলাম, কাজী ছৈয়দুল হক, কাজী এম আবদুল্লাহ আল মামুন।

রামু থানা জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হকের পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় উপস্থিত ছিলেন, এস আই আবুল খায়ের, এস আই মামুন অর রশিদ, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, মাওলানা আবু ফয়েজ ছিদ্দিকী, রামু উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা নুরুল আজিম, ছাত্রী প্রতিনিধি ৯ম শ্রেণির নাহিদা আশরাফ, আনসার ভিডিপির লিডার ছেনুয়ারা বেগম প্রমুখ। সভায়, রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি জঙ্গিবাদ ও নারী সহিংসতা মুক্ত উপজেলা প্রতিষ্ঠা করতে সকলের সহযোগীতা প্রয়োজন। তারা আরো বলেন জঙ্গিবাদ প্রতিরোধে প্রত্যেক গ্রামেগঞ্জে সচেতনতা সৃষ্টি করতে হবে। এছাড়া নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তাই শিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন