রোহিঙ্গা ক্যাম্পে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

fec-image

উখিয়ার কুতুপালং ক্যাম্পে থেকে ২০ হাজার ইয়াবাসহ রুবিনা আক্তার (২০) নামের এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএনের সদস্যরা।

গতকার মঙ্গলবার দিবাগত রাতে কুতুপালং, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-২/ওয়েষ্ট সাব-ব্লক-ডি/৩ নিজ বসত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রোহিঙ্গা নারী কুতুপালং ক্যাম্প-২ এর জানে আলমের স্ত্রী রুবিনা আক্তার (২০)।

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এ কে এম এমরানুল হক মারুফ এর নেতৃত্বে একদল পুলিশ রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুতুপালং, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-২/ওয়েষ্ট, সাব-ব্লক- ডি/৩ এর বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে ১ জন রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার স্বামী সুকৌশলে পালিয়ে যায়। আসামির কথা মতে রুবিনা আক্তার (২০) তার বসত ঘরের ট্রাংক এর ভিতর থেকে ২০বিশ হাজার পিস ইয়াবা নিজ হাতে বের করে দেয়। যার ইয়াবার বাজার মূল্য (৬০ লক্ষ) টাকা বলে পুলিশ জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন