রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি জাতিসংঘের

পার্বত্যনিউজ ডেস্ক:

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি মিরোস্লাভ লাজ্যাক। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে সহায়তার এই আশ্বাস দেন তিনি। বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনও উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় বুধবার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদফতরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ডা. দীপু মনি সাধারণ পরিষদের সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদ তার নেতৃত্বে যে সকল অগ্রাধিকার ও রূপকল্প গ্রহণ করেছে সেগুলির প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।’

বৈঠকে ডা. দীপু মনি বলেন, ‘রাখাইন প্রদেশ থেকে উচ্ছেদকৃত মিয়ানমারের নাগরিকদের সংকট নিরসনে বাংলাদেশ মিয়ানমারের সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে। তবে মিয়ানমারকে নিশ্চিত করতে হবে যে তাদের কথা ও কাজের মধ্যে যেন সঙ্গতি থাকবে; যেন বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী নিজ ভূমিতে মর্যাদা, নিরাপত্তা ও পূর্ণ নাগরিক অধিকার নিয়ে ফিরে যেতে পারে এবং সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। ’

সাধারণ পরিষদের সভাপতি বলেন, ‘এই মুহূর্তে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মিয়ানমারের চলমান পরিস্থিতি একটি অগ্রাধিকার ও উদ্বেগের বিষয়। ’ এক্ষেত্রে তার সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তা দিয়ে তিনি আরও বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশের প্রত্যক্ষ অভিজ্ঞতা, বক্তব্য ও সুপারিশ রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য করবে।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন