লংগদুতে বিএনপি’র বহিস্কৃত নেতা ফয়জুল আজিমসহ শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগ দিচ্ছে

10173189_664431400260321_2119521930_n

লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও দলীয়শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে বহিস্কৃত জেলা বিএনপির নেতা হাজী ফয়জুল আজিম তার শতাধিক অনুসারীসহ আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সাথে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অংগ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীও আ.লীগে যোগ দেবে বলে শোনা যাচ্ছে। তবে ঠিক কতজন নেতা-কর্মী যোগ দেবে এনিয়ে কোন পক্ষ থেকেই সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

আগামীকাল ১০ এপ্রিল লংগদুতে এইসব নেতাকর্মীর যোগদান উপলক্ষে একটি ‘যোগদান অনুষ্ঠান’ আয়োজনের ব্যবস্থা করা হবে বলে আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা গেছে। এতে বর্তমান পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার উপস্থিত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে।

কেন আওয়ামীলীগে যোগদান করবেন এব্যাপারে জানতে চাইলে বিএনপি থেকে বহিস্কৃত নেতা হাজী ফয়জুল আজীম বলেন, ‘বিএনপি আমাকে বহিস্কার করেছে। আমি পলিটিক্সের সাথে জড়িত একজন মানুষ। সেজন্য আমাকে কোন না কোন দলের সাথে জড়িত হতে হবে। দলীয় কর্মকান্ডের সাথে থেকে আমি রাজনীতি করতে চাই। যদি বহিস্কার আদেশ প্রত্যাহারের উদ্যোগ নেয় বিএনপি, তাহলে কি করবেন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদির তো কোন কথা নাই। যদির কথাতো কেউ বলে নাই। যিনি জয় লাভ করছেন তিনিও আসেন নাই এবং জেলা থেকেও কেউ কিছু বলেন নাই। তারা আমাকে প্রয়োজন মনে করে না। তাই হয়তো কেউ কিছু বলছে না।’ আপনার সাথে কতজন নেতা-কর্মী যোগদান করতে পারে, জানতে চাইলে তিনি জানান, ‘আমি জানি না কতজন যোগ দেবে। আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নাই, তাই আমি আওয়ামীলী গে যোগ দিচ্ছি।’ ‘আমার সাথে যারা আসবে তখন দেখতে পাবো।’

এব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি ও দ্বিতীয়বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন জানান, ‘আমরা শহীদ জিয়ার আদর্শের দল করি। নেতাকর্মীরা কে কার নির্বাচন করেছে এনিয়ে আমাদের মধ্যে কোন সমস্যা নেই। তারপরও দলত্যাগ করার বিষয়টা অত্যন্ত দুঃখজনক।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন