লংগদুতে ২ দিনব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সম্পন্ন

fec-image

রাঙামাটির লংগদুতে দুই দিনব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২৩ আয়োজন সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ জুলাই) লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সদরে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রতিযোগিতায় তিন ক্যাটাগড়িতে ২০২২ ও ২০২৩ সালের শিক্ষা বিষয়ক ৬০টি, সাংস্কৃতিক বিষয়ক ২০১টি ও ক্রীড়া বিষয়ে ৩৬টি পুরস্কার প্রদান করা হয়।

বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করনে।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার এমকে ইমাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব উসমান।

এসময় উপজেলা মৎস্য অফিসার তানবির আহসান, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শওকত আকবর শিমুল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহনেয়াজ, গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ, মাইনীমুখ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রোফিকুন্নেছা রোজি, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমাসহ শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন