লংগদু সেনা জোনের উদ্যোগে দু’জনকে মানবিক সহায়তা প্রদান

fec-image

রাঙামাটির লংগদুতে দু’জনকে মানবিক সহযোগিতা দিয়ে মানবতার সেবায় এগিয়ে এসেছে লংগদু সেনা জোন।

বুধবার (১৪ জুন) লংগদু সেনা জোনের উদ্যোগে মাইনীমুখ বাজারে আগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বুট বাদাম বিক্রেতা জয়নাল মিয়াকে একটি নতুন ভ্যানগাড়ি এবং লংগদু প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা দীর্ঘদিন অসুস্থ থাকায় অক্সিজেন ব্যবহারের জন্য তাকে একটি অক্সিজেন কনসানটেটর মেশিন প্রদান করা হয়।

জোন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ভ্যানগাড়ি ও অক্সিজেন কনসানটেটর মেশিন উপকার ভোগীদের প্রদান করেন লংগদু সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিয়া, পিএসসি। এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

এসময় লংগদু সেনা জোনের উপ-অধিনায়ক মেজর রিফাতুজ্জাকের পিএসসি, জোনের আরএমও ক্যাপ্টেন জুবায়ের, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, লংগদু প্রেস ক্লাবের উপদেষ্টা মো. এখলাস মিঞা খান, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তা হিসেবে সাংবাদিক ওমর ফারুক মুছা একটি অক্সিজেন মেশিন ও আগুনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী মো. জয়নাল একটি নতুন ভ্যানগাড়ি পেয়ে জোন কমান্ডার এবং জোনের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মানবিক সহায়তা, লংগদু, সেনা জোন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন