লক্ষ্মীছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

RnRZZZ

স্টাফ রিপোর্টার : 

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি মো: ফোরকান হাওলাদার আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান উপজেলা যুবদলের সভাপতি মো: সামশুল ইসলাম, লক্ষ্মীছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম, দুল্যাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: দেলোয়ার হোসেন মেম্বার, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: আবু হানিফ প্রমূখ।

দিবসটির তাৎপর্যের উপর বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, আজকের এই দিন সকল নেতা-কর্মীদের উজ্জ্বীবিত হওয়ার দিন। এই বাকশালী কায়দায় একদলীয় স্বৈরাচারি অগণতান্ত্রিক সরকারকে পতন ঘটাতে হলে দেশের মানুষকে ৭ নভেম্বরের মত আর একবার বিপ্লব ঘটিয়ে মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন