লামায় বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Lama Photo-2 copy

লামা প্রতিনিধি:

“মাদককে না বলুন, ক্রীড়ার সাথে মেতে উঠুন” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলার লামা পৌর সদরের মধুঝিরি রেঁনেসা স্পোটিং ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৭ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বুধবার বিকেলে সম্পন্ন হয়েছে। চাম্পাতলী আর্মি ক্যাম্প মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন লামা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল।

বিশেষ অতিথি ছিলেন লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম ও ১৭ আনসার ব্যাটালিয়ানের প্লাটুন কমান্ডার মো. আশরাফ আলী খোন্দকার। স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন সোহেল। খেলায় চেয়ারম্যান পাড়া বয়েস স্পোর্টিং ক্লাব চ্যম্পিয়ন ও মধুঝিরি রেঁনেসা স্পোটিং ক্লাব রানার্স আপ হয়।

এছাড়া খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন মো. সোহেল, ম্যান অব দ্যা টুর্ণামেন্ট রিয়াদুল সোহেল, সেরা বোলার উক্যচিং মার্মা, সেরা ব্যাটসম্যান রুবেল উদ্দিন, সেরা ফিল্ডিং মো. রাসেল, সেরা ক্যাপ্টিন মো. পারভেজ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল জানান, শীঘ্রই লামা উপজেলায় শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, গত ২৯ এপ্রিল থেকে মধুঝিরি রেঁনেসা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ টুর্ণামেন্ট শুরু হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন