লামায় রাবারবাগানে সন্ত্রাসী হামলার অভিযোগে এক পাহাড়ি জেলে

জেল
লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় রাবার বাগানে সন্ত্রাসী হামলার অভিযোগে পুলিশ এক পাহাড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম খইলাচিং মার্মা (৪৫)। সে উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের পুরাতন মার্মা পাড়ার মৃত সুইচিং মার্মার ছেলে।

পুলিশ খইলাচিং মার্মাকে রবিবার লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সূত্রে জানা যায়, উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের লইক্ষ্যং মৌজায় গাজী গ্রুপ তাদের রাবার প্ল্যান্টেশনের আওতায় ১২৫ একর পাহাড়ী ভূমিতে রাবার বাগান করেন। সম্প্রতি খইলাচিং মার্মা আরো ১০/১৫ জনকে সাথে নিয়ে বাগানের জমি জবর দখল, চারাগাছ নিধন, চাঁদা দাবি, বাগানের কর্মচারীদের মেরে ফেলাসহ নানাবিধ হুমকি প্রদান করে আসছিল।গত ২৯ মে সকালে খইলাচিং মার্মা ১০/১৫ জনের সশস্ত্র সন্ত্রাসী নিয়ে রাবার বাগানে হামলা চালায়।

হামলায় বাগানের সুপারভাইজার মো: অলমগীর (৪৫), কর্মচারী ইমাম হোসেন (২৫), আলী হোসেন (২৮), নুর হোসেন (২৩) আহত হয়। এসময় নগদ অর্থসহ ২লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে বলে জানা যায়।

এ ব্যাপারে গাজী রাবার প্ল্যান্টেশনের এডভাইজার অসীম চন্দ বাদী হয়ে খইলাচিং মার্মা (৪৫) কে প্রধান আসামী করে অজ্ঞাত আরও ১০/১৫ জনের বিরুদ্ধে গত ২৯মে লামা থানায় মামলা দায়ের করেন।

লামা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার গভীর রাতে রুপসীপাড়ার পুরাতন মার্মা পাড়ায় খইলাচিং মার্মার নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন