লামায় ৫ দফা দাবী আদায়ের লক্ষে ফারিয়া’র মানববন্ধন

Lama Photo, Date- 10 Nov'15

লামা (বান্দরবান) প্রতিনিধি : 

বান্দরবানের লামায় ৫ দফা দাবী আদায়ের লক্ষে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) মানববন্ধন কর্মসুচি পালন করেছে। মঙ্গলবার সকালে বান্দরবানের লামা ও আলীকদমে কর্মরত ফারিয়া’র সদস্যগণ লামা উপজেলা সম্মুখস্থ সড়কে এ কর্মসুচি পালন করেন।

তাদের ৫ দফা দাবি হলো- সরকারী পে স্কেলের ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টি.এ, ডি.এ ও অন্যান্য ভাতা প্রদান, চাকুরী স্থায়ীত্বের নিশ্চয়তা প্রদান ও একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, সংগঠন অর্থাৎ ফারিয়াকে সরকারি স্বীকৃতি প্রদান ও সাপ্তাহিক ছুটিসহ সরকারি সকল ছুটির সুবিধা প্রদান।

মানববন্ধনে বক্তব্য রাখেন গ্লোব ফার্মা’র প্রতিনিধি বিশ্বজিত বড়ুয়া, ড্রাগ ইন্টারন্যাশনাল’র প্রতিনিধি রতন দত্ত, ইনসেপ্টা ফার্মা’র প্রতিনিধি আলিমুল ইসলাম, অফসোনিন ফার্মা’র প্রতিনিধি মো. হাশেম, জেনারেল ফার্মা’র প্রতিনিধি আবুল কাশেম, ইবনে সিনার প্রতিনিধি মোঃ মুমিন আলমসহ প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন