শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে- বৃষ কেতু চাকমা

Rangamati School Pic11-02-16-02

স্টাফ রিপোর্টার:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি মনোযোগি হতে হবে। খেলাধুলা মন ও শরীরকে সুস্থ রাখে এবং নেশা থেকে দূরে রাখে। তিনি বলেন, উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি আমাদের দেশ এখন খেলাধুলায়ও বিশ্বে অনেক সুনাম ও পরিচিতি অর্জন করেছে। আমাদের এ অর্জন ও সুনাম অক্ষুন্ন রাখতে হবে। তিনি শিক্ষকদের পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় নিয়মিত চর্চা পরিচালিত রাখারও আহ্বান জানান।

বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটির প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে চেয়ারম্যান এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হাজী মো. মুছা মাতব্বর এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান ও ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর পুলক দে বক্তব্য রাখেন।

চেয়ারম্যান বলেন, আজকের শিক্ষিত জনগোষ্ঠিই আমাদের আগামী দিনে দেশের সম্পদ আর এই শিক্ষিত জনসম্পদ গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা বৃত্তি প্রদান, দুর্গম এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষা এবং খেলাধুলায় অনেক ঐতিহ্য রয়েছে। এই বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থীই আজ বড় বড় প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জাতীয় খেলোয়াড় হিসেবে রয়েছে। আগামীতেও প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রাখতে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি চেয়ারম্যান আহ্বান জানান। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা পড়ার উন্নয়নে পরিষদ হতে ৫০ জোড়া ব্যঞ্চ প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অুি শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের ৪৫টি ইভেন্টে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন