ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না থাকায় শ্রমজীবীরা বঞ্চিত

fec-image

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের উদ্যোগে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আমিনুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সহ-সভাপতি এম ইউ বাহাদুরের সঞ্চালনায় র‍্যালি ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অন্যতম উপদেষ্টা জাহেদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহসিন, শহর উপদেষ্টা রিয়াজ মুহাম্মাদ শাকিল।

বক্তব্য রাখেন শহর সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার দর্জি শ্রমিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, রিক্সা শ্রমিকনেতা আমীর আহমেদ, নির্মাণ শ্রমিকনেতা আবদুর রমিম, পরিবহন শ্রমিকনেতা মনির উদ্দিন, লোড-আনলোড শ্রমিকনেতা আতাউর রহমান কায়সার, পেট্রলপাম্প শমিকনেতা মুহাম্মদ আয়াজ, হাসপাতাল শ্রমিকনেতা ইমরান হোসেন সুজন, শ্রমিকনেতা আজিজ উদ্দিন দিনার, শাহেদুল ইসলাম, শাহাদাত হোসেন, মুহাম্মদ হারুন, মুহাম্মদ ওসমান, ফরিদল আলম, একেএম বেলাল প্রমুখ

এসময় নেতৃবৃন্দরা বলেন, মে দিবস শ্রমিক জনতার জন্য বিশেষ স্মরণীয় দিন।

১৩৬ বছর আগে এদিন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য রক্ত ঝরেছিল। অথচ শ্রমিকরা দেশ ও দশের উন্নয়নে ঘাম ঝরানো পরিশ্রম করে। দেশের অর্থনীতি সচল থাকে শ্রমিকের ঘামে। অতএব, ঘাম ঝরার সাথে সাথেই শ্রমিকের প্রাপ্য অধিকার দিয়ে দিতে হবে। শ্রমিকদের ওপর জুলুম করা যাবে না, রক্ত ঝরানো যাবে না । শ্রমজীবী মানুষের নিকট বিশ্ব সভ্যতা চিরদিন ঋণী হয়ে থাকবে।

১৮৮৬ সালের আন্দোলনের মাধ্যমে শ্রমজীবীরা ১টি দিবস পেয়েছে কিন্তু এখনো ন্যায্য অধিকার পাইনি।

রসুলুল্লাহ (স.) ১৪০০ বছর আগেই শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলেছেন। রসুলুল্লাহ (স.) আদর্শ তথা ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন না থাকার কারণে শ্রমজীবীরা সর্বপ্রকার অধিকার থেকে বঞ্চিত। তাই আসুন অধিকার আদায়ের আন্দোলনকে আরো বেগবান করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকাতলে সমবেত হই।

শ্রমিকনেতারা বলেন, ইনশাআল্লাহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়িত হবেই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন