সন্ত্রাসীরা হুমকি দিয়ে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে: দীপংকর তালুকদার

OLYMPUS DIGITAL CAMERA

নিজস্ব প্রতিনিধি:

গত ষষ্ঠ ধাপে রাঙ্গামাটি জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সশ্রস্ত্র সন্ত্রাসীরা সাধারণ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে। কেউ যদি জোর করে বিজয় ছিনিয়ে নেয় তার মধ্যে কোন আনন্দ নেই। এ বিজয়ে জনগণের কোন প্রত্যক্ষ সমর্থন ছিল না। কারণ এ অঞ্চলের মানুষ নৌকা মার্কায় মন থেকে ভোট দিয়েছে, এটাই আমাদের সব চেয়ে বড় বিজয়।

এ ৬দফার মাধ্যমে সেদিন বঙ্গুবন্ধু রাষ্ট্রের ইতিহাসের কালজয়ী মহানায়কের আসনে বসে বাঙালী জাতিকে মুক্তি দিতে নিজেকে উজার করে দিয়েছিলো। যার অক্লান্ত পরিশ্রমে বাংলা ও বাঙালী আজ স্বাধীন বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

ঐতিহাসিক ৬দফা বাঙালী জাতির মুক্তির সনদ উল্লেখ করে তিনি বলেন, যে সনদে বাংলা ও বাঙালীর স্বাধীনতার মুক্তির ভবিষ্যৎ নিহীত রয়েছে। যে সনদ সৃষ্টি না হলে বাঙালী তার অধিকার আদায়ে কতটুকু সফল হতো সেটা বলা মুশকিল।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষে আলোচনা সভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, সদস্য অমর কুমার দে, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন