সরকার সাধারন শিক্ষার মতোই মাদরাসা শিক্ষাকে সমান গুরুত্ব দিচ্ছে: বিভীষণ কান্তি দাশ

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

সরকার সাধারন শিক্ষার মতোই মাদরাসা শিক্ষাকে সমান গুরুত্ব দিচ্ছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। মাদরাসার শিক্ষার্থীদেরও অন্যদের সাথে বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে। মাদরাসা শিক্ষায় শিক্ষিতরাও দেশের বিভিন্ন গুরুত্বপুর্ন দায়িত্বে নিয়োজিত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মাদারাসা শিক্ষায় শিক্ষিতরাও বিশ^বিদ্যালয়ের সেরা ছাত্র হওয়ার নজির আছে।

বৃহস্পতিবার (২৯মার্চ) দুপুরে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায় ২০১৮ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা জানতে চেয়ে বিভীষণ কান্তি দাশ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দেয়ার মানসিকতা নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়ে শিক্ষার্থীদের বলেন, আজ বিদায় অনুষ্ঠান করলেও ফলাফল ঘোষনার পর আমরা তোমাদেরকে সংবর্ধিত করতে চাই। এজন্য ভালো ফলাফল করার বিকল্প নেই।
মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসা গভর্নিংবডির সভাপতি মো. হারুনুর রশীদ ফরজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, গুইমারা ইসলামিয়া দাকির মাদরাসার সুপারিটেনডেন্ট মো. জয়নুল আবেদীন ও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্যাহ স্বাগত বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসা গভর্নিং বডির সদস্য মো. আমির হোসেন রাকিব, মো. হাজী আলী আকবর, মো. জাহিদুল ইসলাম, মো. ছায়েদুল হক মজুমদার, মো. আবদুল কাদেরসহ শিক্ষার্থী অভিভাবকসহ মাদরাসায় কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। এর আগে তিনি অনুষ্ঠানস্থলে পৌছলে তাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি মো: হারুনুর রশীদ ফরজী ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো: সলিম উল্যাহ।

এর আগে সকাল ১০টার দিকে ২০১৮ সালের আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার সহকারী মৌলভী মো: নজির আহাম্মদ শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন