সাজেকে শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর ক্রিড়া সামগ্রী বিতরণ

Untitled-1 bb

সাজেক প্রতিনিধি:
রাঙামাটির সাজেকে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন(৪ইস্ট বেঙ্গল) এর পক্ষ থেকে বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়। বৃহ্স্পতিবার দুপুর ০১টার সময় বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে এইসব ক্রিড়া সামগ্রী প্রদান করা হয়।

এসময় বাঘাইহাট জোনের ক্যাপটেন আকরাম হোসেন প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবধি চাকমা ও ম্যানেজিং কমিটির সদস্য রহমত উল্লাহ’র হাতে ফুটবল, ভলিবল ও ক্রিকেট খেলার সামগ্রী তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন বঙ্গলতলী ইউপি’র জ্ঞান চাকমা কার্বারী, বাঘাইহাট একতা যুব সংঘ ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, সাজেক পিবিসিপি’র সভাপতি নাছির উদ্দীন সহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অথিতি বলেন, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি আনন্দ বিনোদন ও খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন(৪ইস্ট বেঙ্গল) এইসব ক্রিড়া সামগ্রী বিতরণ করছে। ভবিষ্যতে এধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতীর কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন