সাফজয়ী পাহাড়ের নারী ফুটবলারদের প্রতিজনকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা পার্বত্য মন্ত্রীর

fec-image

ইতিহাস গড়ে দেশে না ফিরতেই একের পর এক পুরস্কারের খবর পাচ্ছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। এবার সাফ চ্যাম্পিয়নে অংশগ্রহণকারী পাহাড়ের নারী ফুটবলারদের জন্য প্রতিজনকে পঞ্চাশ হাজার টাকা ও সংবর্ধনার ঘোষণা দিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এছাড়া পাহাড়ের ক্রীড়ার মানোন্নয়নে তার মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়ারও ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় চত্বর‍ে উইম‍্যান চেম্বার ও ডিপিএসের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত মাসব্যাপী নারী উদ্যোক্তা বাণিজ্য মেলার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

উইম‍্যান চেম্বারের সভাপতি লালসানি লুসাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা পরিষদের চেয়ারম্যান ক‍্যশৈহ্লা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র ইসলাম বেবি, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, নারী নেত্রী ডনাই প্রু নেলী প্রমুখ। মেলায় দেশের বিভিন্ন জায়গার নারী উদ্যোক্তাদের ৩০টি স্টল অংশগ্রহণ করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য মন্ত্রী, ফুটবল, সাফজয়ী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন