সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে যুবক নিহত

fec-image

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের তিলাঞ্জি এলাকায় পাথর উত্তোলনের সময় সীমান্তে ওপার থেকে আসা গুলিতে রুবেল হোসেন(২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আরও দুই যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার লালাখাল সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন, উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) ও মির্জান মিয়া (২২) ৷

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সারীনদীর ১৩০১ মেইন পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে পাথর আনতে যান জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ু গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে রুবেল হোসেন, উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া ও মির্জান মিয়া। এ সময় তাদেরকে লক্ষ করে ভারতীয় খাসিয়ারা বন্দুক নিয়ে ছররা গুলি চালায়। তাদের গুলিতে আহত হন জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে রুবেল হোসেন , উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া ও মির্জান মিয়া। স্থানীয়রা গুলির শব্দ শুনে দ্রুত এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে লালাখালে নিয়ে আসেন। আহতদের মধ্যে গুরুতর আহত রুবেল হোসেনকে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে গা ডাকা দিয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে রুবেল নামের এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা ভুল তথ্য দিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ বাড়ি থেকে থানায় নিয়ে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করতে গেলে দেখা যায় তার শরীরের একাধিক স্থানে খাসিয়াদের ছোড়া ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। অপর আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাদের খুঁজছে পুলিশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন