স্বাধীনতার ৪৩ বছর পর নিজস্ব ভুমি পেলো কাপ্তাই থানা

Kaptai thana

কাপ্তাই প্রতিনিধি : 

স্বাধীনতার দীর্ঘ ৪৩ বছর পর কাপ্তাই থানা নিজস্ব ভুমি পেল। স্বাধীনতার পর হতে রাঙ্গামাটি জেলার ১০টি থানার নিজস্ব ভুমি থাকলেও কাপ্তাই থানার কোন নিজস্ব ভুমি না থাকায় অদ্যাবদি অন্য ভুমিতে থানার কার্যক্রম পরিচালনা করে আসছে।

ইতিপূর্বে অনেক জায়গা নিতে চেয়েও বিভিন্ন জটিলতার কারণে তা নেওয়া সম্ভব হয়নি। বর্তমানেও কাপ্তাই থানাটি বড়ইছড়ি জেলা প্রশাসকের একটি পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ জায়গায় কোন রকম কার্যক্রম পরিচালনা করে আসছে। তাই সকল জল্পনা-কল্পনা শেষে কাপ্তাইয়ের শিলছড়ি নামক এলাকায় কাপ্তাই প্রধান সড়কের পাশে এবং পাহাড়ের মনোরম এক পরিবেশের স্টালিং প্লাইউড প্রা. লি. এর কাছ থেকে এক একর জায়গা ক্রয় করেছে কাপ্তাই থানা।

সোমবার সকালে কাপ্তাই থানাকে এক একর জায়গা সরকারি কানুনগো, মালিক পক্ষ, হেডম্যান কারবারির মাধ্যমে জায়গা মাপঝোপ করে দেওয়া হয়। নতুন নিজস্ব জায়গায় কাপ্তাই থানার নিজস্ব সাইনবোর্ড লাগানো হয়। এবং তাবু টাংগিয়ে নতুনভাবে ডিউটি করা হয়।

এছাড়া তাৎক্ষণিক বৈদ্যুতিক সংযোগ দিয়ে থানার কার্যক্রম শুরু করা হয়। এসময় রাঙ্গামাটি সদর পুলিশ এএসপি রেজাউল করিম, কাপ্তাই সার্কেল এএসপি সাফিউল সারোয়ার, স্টালিং প্লাইউড প্রাঃ লিঃ মালিক হাসান মাহমুদ খান, কাপ্তাই থানার ওসি হারুন অর রশীদ, চন্দ্রঘোনা থানার ওসি জহির আনোয়ার, অরুণ হেডম্যান, সাংবাদিক কবির হোসেন, কাজি মোশাররফ হোসেন, নজরুল ইসলাম লাভলু ও মাহফুজ আলমসহ থানার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

থানার ওসি হারুন অর রশীদ বলেন, দীর্ঘ এত বছর পর নিজস্ব থানা পেয়ে আমরা খুশি। এটি সকলের জন্য সুবিধা হবে। এর মাধ্যমে আমরাও ভালোভাবে সকলকে সেবা দিতে পাড়বো।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন