১৮ ঘণ্টা পর লক্ষ্ণিছড়ি সড়কে নিখোঁজ যুবকের সন্ধান মিলেছে হাতিয়া ছড়ায়

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় এক যুবক নিখোজ হওয়ার ১৮ ঘন্টা পর সন্ধান মিলেছে। এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে আসার পথে লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে আরো একজন নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিখোঁজ ব্যক্তির নাম মো: হারুন(৪৫)। ঘটনার দিন দুপুরে লক্ষ্মীছড়ির উদ্দেশ্যে চট্টগ্রাম ভাইয়ের বাসা থেকে রওনা দিয়ে মানিকছড়ি মহামুনি এসে  হেটেলে খাবার খেয়ে মটরসাইকেল যোগে লক্ষ্মীছড়ি রওনা দেঢার পর থেকেই নিখোঁজ রয়েছে।

ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ এবং পরিবারের সাথেও কোন যোগাযোগ নেই বলে জানা গেছে। জানা যায়, ৩টা ২৮ মিনিটে মটরসাইকেলে ওঠার আগে তার স্ত্রীর সাথে শেষ কথা হয়েছিল। ঘটনার একদিন পার হলেও কোন খোঁজ না মেলায় ৫জুলাই বিকেলে বড় ভাই মো: সিদ্দিক লক্ষ্মীছড়িতে ছুটে আসেন এবং সম্ভাব্য স্থান গুলোতে খোঁজ খবর নেন। মো: সিদ্দিক জানান, আমরা মানিকছড়ি ও লক্ষ্মীছড়ির বিভিন্ন এলাকা আরো খোঁজ করে দেখি তার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয় নি। আত্মীয়-স্বজনের সুবাদে কিছু দিন আগে জুর্গাছড়ি এলাকায় জমি ক্রয় করেন। তা দেখার জন্য হারুন মাঝে মধ্যেই লক্ষ্মীছড়িতে আসেন। নিখোজ হওয়ার কোন কারণ এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি। চাঁদপুর কচুয়া উপজেলায় তার নিজ বাড়ি বলে জানা গেছে। এদিকে ৩ জুন বুধবার রাত ৯টার পর হাতিয়াছড়া এলাকার মাহবুব আলমের ছেলে বোরহান উদ্দিন(১৯) লক্ষ্মীছড়ি বাজার থেকে নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর রহস্যজনকভাবে পর দিন সন্ধায় বাড়ি ফিরে আসে। তার মা জানান, ছেলেকে বকা ঝকা করেছিলাম তাই সে রাগ করে নানা বাড়ি চলে গিয়েছিল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন