৭ বছর পেরিয়ে ৮ম বছরে দীঘিনালার চিরন্তন ২৮ বীর

Zone Photos1

মো: আল আমিন,দীঘিনালা প্রতিনিধি: দূর্জয় দুরন্ত নির্ভীক চিরন্তন আটাশ বীরের এই মর্মবানী নিয়ে ৭টি বছর পেরিয়ে ৮ম বছরের পা রাখল দীঘিনালার ২৮ বীর। রোববার ৮ম বছর পর্দাপন উপলক্ষে বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রীতিভোজ অনুষ্ঠান  পালন করেছে এই জোন।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ কাজী শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার শেখ মোঃ মিজানুর রহমান, দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুল জাহিদ পাভেল, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন টিটো, উপজেলা ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মিস শতরূপা চাকমা, উপজেলা আ‘লীগ সভাপতি হাজী কাশেম, বিএনপি সভাপতি মোসলেম উদ্দিন, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান মোঃ মোমারফ হোসেন, বিশ্ব কল্যান চাকমা, চন্দ্র রঞ্জন চাকমা, সুগত প্রিয় চাকমা, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, রিপোটার্স ইউনিটির সভাপতি কমল বিকাশ চাকমা, দীঘিনালা ইউপিডিএফ’র প্রতিনিধি কিশোর চাকমাসহ বিজিবি, আনসার ও স্থানীয় নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ শামসুল ইসলাম উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ২০০৫ সালে ২৮বীর প্রতিষ্ঠিত হয়ে আজ ৮ম বছরে পর্দাপন করল, বাংলাদেশের পাশাপাশি বর্হিঃবিশ্ব কঙ্গোতেও শান্তি মিশনে ১ বছর কাজ করেছে ২০৩ পদ্ধাতিক ডিভিশনের অধিনে দীঘিনালা জোন তিন মাস ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে আপনাদের সহযোগীতায়। শান্তি শৃংখলায় উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিরলস ভাবে কাজ করে যাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন