লংগদুতে জোন কমান্ডার’স কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

DSC01736

নিজস্ব প্রতিনিধি, লংগদু:
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ‘জোন কমান্ডার’স কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৪’ ফাইনাল খেলার মধ্যদিয়ে শেষ হয়েছে। খেলা উপভোগ করতে মাঠের চর্তুরপাশে তিন হাজারাধিক দর্শক সমাগম ঘটে।
রোববার,বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মাঠে আয়েজিত ফাইনাল খেলায় মাইনীমুখ ইউপি একাদশ ও কালাপাকুজ্জা ইউপি একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত ৯০মিনিট ও অতিরিক্ত চৌদ্দ মিনিটের খেলায় কোন গোল না হওয়ায় টাইব্রেকারে কালাপাকুজ্জা ইউপি একাদশ মাইনীমুখ ইউপি একাদশেকে ৫-৩ গোলে হারিয়ে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন কালাপাকুজ্জা একাদশের খেলোয়াড় মোঃ সম্রাট।   

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লংগদু সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল আজাহার উদ্দিন পিএসসি চ্যাম্পিয়ন দলকে ১৫হাজার টাকা ও রানার্স আপ দলকে ১০হাজার টাকার প্রাইজ মানি উপহার দেন। এসময় তিনি বলেন, ‘‘ এই অঞ্চলে যুবকদের মধ্যে ভাল ফুটবল খেলোয়াড় খোঁজে এই র্টুর্ণামেন্টের আয়োজন করা। যারা ইতি মধ্যে ভাল করেছে তাদেরকে বাচাই করে আমারা ব্রিগেডে খেলার সুযোগ করে দেব। পরবর্তিতে তারা আরো উপরের খেলার সুযোগে ও প্রশিক্ষণ পাবে।  

লংগদু উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মফিজুল ইসলাম, জোনের সেনা কর্মাকর্তা মেজর হোসেন মল্লিক, ৮আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ কামাল হোসেন, লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, লংগদু প্রেস ক্লাবে সভাপতি মোঃ এখলাস মিঞা খান এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন