কাপ্তাই গাউসিয়া কমিটির সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ সভা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি:

গাউছিয়া কমিটি বাংলাদেশ কাপ্তাই পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) শাখার উদ্যোগে নাতুনবাজার ঢাকা কলোনী জামে মসজিদে শাখার সভাপতি মুহাম্মাদ ইমকাত হোসেনের সভাপতিত্বে সোমবার বাদ এশা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ মূলক করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাসিক গাউসিয়া শরীফ আদায়ের পর আলোচনা করেন কাপ্তাই উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আলী আজগর, সেক্রেটারি মুহাম্মদ ইকরামুল হক, অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউসুফ, বিএসপি আই শাখার সাবেক সভাপতি একেএম আনোয়ার আলী মামুন, সহসভাপতি মুহাম্মদ জুয়েল, সেক্রেটারি শাহাব উদ্দিন, সহসেক্রেটারি আব্দুল মান্নানসহ আরো অনেকে।

পরে আলোচনা সভা ও করণীয় শীর্ষক সভায় বক্তরা বলেন, রাসূল (সা.) আদর্শের মাধ্যমে শান্তির বাণী মানুষের নিকট পৌঁছিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে। তাঁর সুন্নাত তথা আদর্শকে বাস্তবায়ন করলেই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব। ইসলাম শান্তির ধর্ম। সর্বপরি অরাজকতা জঙ্গিবাদ হিংসা বিদ্বেষ ও হানাহানি ইসলাম সমর্থন করে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন