আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মানিকছড়িতে শোভাযাত্রা ও সভা

fec-image

“দুর্যোগে আগাম সতর্কতা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, যুব রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. তৌহিদ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা কোন কিছু হারানোর পর গুরুত্ব বুঝি। পূর্বেই সতকর্তা অবলম্বন করলে ক্ষতি কম হওয়া বা না হওয়ার সুযোগ থাকে। আর এসব সহজ ও সম্ভব হয় দুর্যোগ মোকাবিলার মাধ্যমে।

সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, বজ্রপাত, পাহাড়ধস ও বন উজাড়ে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মত দুর্যোগ মোকাবিলায় পূর্ব জ্ঞান ও সতর্কতার বিকল্প নেই। বজ্রপাত ঠেকাতে তালগাছ রোপণ করতে হবে। বজ্রপাতে আহত ব্যক্তিকে ৭ হাজার ৫০০ টাকা এবং নিহত হলে তার পরিবারকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন