ওয়াদুদ ভুইয়ার আমলে অত্যাচার নির্যাতনে মানুষ ঘরছাড়া হয় আর আ’লীগ দিয়েছে শান্তি-সহবস্থান: কুজেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, রামগড়:

২০০১ সালের নির্বাচনে ওয়াদুদ ভুইয়া এমপি নির্বাচিত হওয়ার পর বিএনপির অত্যাচার, নির্যাতনের শিকার হয়ে খাগড়াছড়ি থেকে হাজারো মানুষ ঘরবাড়িছাড়া হতে হয়েছে। আওয়ামী লীগের দশ বছরের শাসনামলে শান্তি-সহবস্থানে বসবাস করছে সবাই। আওয়ামী লীগ শান্তি প্রিয় দল। উন্নয়ন আর শান্তি-সহবস্থান অক্ষুণ্ণ রাখতে হলে ৩০ ডিসেম্বর পুনরায় নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

সোমবার(২৪ডিসেম্বর) রামগড়ে আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্যে খগড়াছড়ি আসনের আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এ কথা বলেন।

উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা শেষে সন্ধ্যায় রামগড় বাস স্টেশনে অনুষ্ঠিত পথসভায় তিনি আবও বলেন, ‘পুনরায় নির্বাচিত হলে খাগড়াছড়িকে শান্তির মডেল জেলা হিসেবে পরিণত করবো। এখানে সাম্প্রদায়িক ভেদাভেদ থাকবে না। সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করার পরিবেশ গড়ে তোলা হবে।’ বিগত সময়ে জানাঅজানা ভুলভ্রান্তির জন্য তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে আসন্ন নির্বাচনে মূল্যবান ভোট দিকে তাঁকে পুনরায় নির্বাচিত করার আবেদন জানান।

রামগড় উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদের সদস্য মংপ্রু চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের নেতা সাবেক সাংসদ একেএম

আলীম উল্লাহ, বীর রণ বিক্রম ত্রিপুরা, কল্যাণ মিত্র বড়ুয়া, অধ্যাপক সত্যজীৎ চৌধুরি, নিকি রোয়াজা, রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহ জাহান কাজী রিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, সদস্য সচিব কাজী নুরুল আলম, সাবেক সভাপতি মো. মোস্তফাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে দুপুরে রামগড় রেস্ট হাউসে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ফুলের তৈরি নৌকা উপহার দিয়ে রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহ জাহান কাজী রিপন শুভেচ্ছা জানান। এরমধ্য দিয়ে পৌর মেয়র কাজী রিপনের সাথে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার দীর্ঘদিনের বিভেদের অবসান ঘটে। দুপক্ষের সর্ম্পক পুনস্থাপনের পর পৌর মেয়র কাজী রিপনসহ অন্যান্য

নেতৃবৃন্দ উপজেলার খাগড়াবিল, বলিপাড়া, লামকুপাড়া, হাতির খেদা, সোনাইপুল প্রভৃতি এলাকায় প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে সাথে নিয়ে ভোটের প্রচারণা চালান। সন্ধ্যায় পথসভা শেষে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা পৌর ভবনে দলীয় নেতৃবৃন্দের সাথে ঘরোয়া বৈঠক করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন