উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে খাগড়াছড়িতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৬ হাজার ৫ শত ১৭ জন শিক্ষার্থী

এসএসসি পরীক্ষা

সিনিয়র স্টাফ রিপোর্টার :

উদ্বেগ-উৎকন্ঠা আর আতঙ্ক ও ভয়েল মধ্য দিয়ে সারাদেশের ন্যায় আজ শুক্রবার খাগড়াছড়িতেও শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। খাগড়াছড়িতে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৬ হাজার ৫‘শ ১৭ জন শিক্ষার্থী। জেলায় এবার এসএসসি পরিক্ষার্থী ৫হাজার ৩‘শ ৭৫ জন, দাখিল পরীক্ষার্থী ৪‘শ ৪৩জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ৬‘শ ৭৮ জন। খাগড়াছীড়তে ২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সুত্রে প্রাপ্ত তথ্য মতে, এ বছর জেলার আট উপজেলার ১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৫ হাজার ৩‘শ ৯৬ জন শিক্ষার্থী। তারমধ্যে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪‘শ ৬৩ জন, খাগড়াছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩‘শ ২২ জন, মুনিগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২‘শ ১৭ জন , পানছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২‘শ ৩৫ জন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১‘শ ৫৩ জন, দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪‘শ ৭৬ জন, ছোট মেরুং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩‘শ ৪জন, বাবুছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩‘শ ৫০ জন, মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩‘শ ৪৯ জন, মাইসছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১‘শ ৮৭ জন, মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪‘শ ৯১ জন, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭‘শ ৪১ জন, গুইমারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২‘শ ৮৬ জন, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২‘শ ১১জন, মানিকছড়ি রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫‘শ ১৯ জন, লক্ষীছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯২ জন শিক্ষার্থী।

কারিগরি শিক্ষা বোর্ডেল অধীনে ভোকেশনাল পরীক্ষা জেলার ৬টি কেন্দ্রে ৬‘শ ৭৮ জন শিক্ষার্থী অংশ নেবে। এরমধ্যে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩‘শ জন, টেক্সটাইল ভোকেশনাল ইনিস্টিটিউট কেন্দ্রে ৬৪ জন, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে ১‘শ ২৬ জন, পানছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৯ জন, মাটিরাঙ্গা পাইলট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮ জন এবং মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫১ জন শিক্ষার্থী।

অপরদিকে জেলার ৭টি দাখিল পরীক্ষা কেন্দ্রে ৪‘শ ৪৩ জন শিক্ষার্থী অংশ নেবে। তন্মধ্যে খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসা কেন্দ্রে ৫০ জন, মাটিরাঙ্গা ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে ৮০ জন, তবলছড়ি ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ্রে ১‘শ ৩৮ জন, রামগড় গনিয়াতুল উলুম আলিম মাদরাসা কেন্দ্রে ৩৪ জন, পানছড়ি ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ্রে ৩২ জন, ছোট মেরুং আশ্রফিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে ৬৩ জন এবং রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবে।

শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা গ্রহণ করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, পরীক্ষা শুরুর এক ঘন্টা আগ থেকে পরীক্ষা শেষের এক ঘন্টা পর পর্যন্ত কেন্দ্রগুলোতে ১৪৪ ধারা বলবৎ থাকবে। প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা সুষ্টুভাবে পরিচালনার লক্ষ্যে একাধিক টিম গঠন করা হয়েছে। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এদিকে অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের কারণে প্রতিদিনই লাশের মিছিল বড় হওয়া ছাড়াও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। পরীক্ষা অনুষ্ঠানে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেও পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ-উৎকন্ঠা কমছেনা। সকলের মধ্যেই অজানা আতঙ্ক কাজ করছে।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি‘র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে টানা ৭২ ঘন্টা হরতাল ডাকায় এসএসসি ও সমমানের প্রথম দুটি পরীক্ষা পেছানো হয়। স্থগিত হওয়া ২ ফেব্রুয়ারী‘র পরীক্ষা নেয়া হবে শুক্রবার আর ৪ ফেব্রুয়ারী‘র পরীক্ষা নেওয়া হবে শনিবার। এসএসসি ও সমমানের পরীক্ষার অন্যান্য রুটিন এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে বলে খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন