উন্নয়ন ততক্ষণ আসবেনা, যতক্ষণ অবৈধ অস্ত্র থাকবে: রিজিয়ন কমান্ডার ব্রি: জে: হামিদুল হক

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম বাজারে সিনিয়র’স ক্লাব নামে একটি ক্লাব ঘরের শুভ উদ্বোধন করেন সেনাবাহিনীর ২০৩ ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক এফডব্লিউসি, পিএসসি।

রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ২:৩০টায় ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করেন সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন। পরে উপস্থিত সকলকে সাথে নিয়ে ফিতা কেটে ক্লাবটি শুভ উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক এফডব্লিউসি, পিএসসি।

উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক এফডব্লিউসি, পিএসসি বলেন, ক্লাবটি সামাজিক নানা বিষয়ে কাজে আসবে, ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে সাজেক উন্নয়নে আরেক ধাপ এগিয়ে গেলো।

তিনি বলেন, পার্বত্য চট্রগ্রামে উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে অবৈধ অস্ত্রের ভয়, তাই ভয়ভীতি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। উন্নয়ন ততক্ষণ আসবে না যতক্ষণ অবৈধ অস্ত্র থাকবে।

ব্রিগ্রেড কমান্ডার বলেন, পাহাড়ের মানুষ অত্যন্ত শান্তি প্রিয় তারা সকলেই অবৈধ অস্ত্রধারীদের ঘৃণা করে। আপনারা সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্রধারীদের ভয় না পেয়ে আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তাদের প্রতিহত করাই আমাদের কাজ।
আলোচনাসভা শেষে তিনি গঙ্গারাম বাজার সভাপতি জ্যোতিলাল চাকমার হাতে বিভিন্ন প্রকার খেলার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।

ক্লাব ঘরটি পেয়ে এলাকার কার্বারী ও মুরুব্বীরা আনন্দিত হয়ে এলাকার পক্ষ থেকে প্রধান অতিথিকে কলার ছড়া ও মুধু প্রদান করেন।

এসময় বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্ণেল গোলাম আজম এসবিপি, পিএসসিসহ বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদিম সারওয়ার, বাঘাইছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো: আমির হোসেন, সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন, গঙ্গারাম বাজার সভাপতি জোতিলাল চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি মো: নাজিম উদ্দিন এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন