প্রধানমন্ত্রীকে তুচ্ছ করায় জহিরকে অবাঞ্চিত ও ইউনওকে প্রত্যাহারের দাবিতে মরিচ্যায় বিক্ষোভ সমাবেশ

উখিয়া প্রতিনিধি:

বহুল সমালোচিত সাংসদ আবদুর রহমান বদির উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করে ধৃষ্টান্তপূর্ণ বক্তব্য প্রদানকারী জহিরের শাস্তি দাবির প্রতিবাদে উখিয়ার মরিচ্যা ষ্টেশনে মিছিলোত্তর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে টেকনাফে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সাংসদ আবদুর রহমান বদির উপস্থিতি অপর আওয়ামী লীগ নেতা জহির ক্ষমাহীন যে ধরনের আপত্তিকর বক্তব্য প্রদান করে প্রধানমন্ত্রীসহ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন আওয়ামী লীগের ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন।

বক্তারা ওই বিক্ষোভ সমাবেশ থেকে সাংসদ বদির লালিত আওয়ামী লীগ নেতা জহিরকে অবাঞ্চিত ঘোষনা এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

এর আগে শত শত দলীয় নেতাকর্মী মরিচ্যা ষ্টেশনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চত্বরে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুবুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, শ্রমিকলীগ নেতা মেম্বার সরওয়ার বাদশা।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, মহিলা মেম্বার জয়নাব বেগম লিপি, নজির আহমদ, পরিতোষ বড়ুয়া, মেম্বার আলী মিয়া, যুবলীগ নেতা জসিম আহমদ, উখিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মামুনুর রশিদ, মনজুর আলম, ছালামত উল্লাহ, সরওয়ার কামাল, এম নুরুল আবছার বাবুল, মোহাম্মদ শাকিল প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা সাংসদ বদির এতই জনপ্রিয়তা শেখ হাসিনা নির্বাচনে দাঁড়ালেও বদির নিকট পরাজিত হবেন এ ধরনের বক্তব্য কিভাবে প্রদান করল তা তদন্ত করে আসল ঘটনা উদঘাটনের দাবি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন