রামগড় পৌরসভায় টিএলসি কমিটির সভা

রামগড় প্রতিনিধি:

রামগড় পৌরসভার টিএলসি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩১ অক্টোবর) পৌর ভবনের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মোহাম্মদ শাহ জাহান কাজি রিপন। সভায় পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

শহরের উপকন্ঠে পৌরসভার ড্রেন নির্মাণ কাজে বাধাদান, মডেল প্রাইমারি স্কুল সংলগ্ন গণ শৌচাগার, রামগড় বাজারের মুরগির হাট স্থানান্তরসহ, লেকপার্ক এলাকায় গণ শৌচাগার নির্মাণ, স্টেডিয়ামের উন্নয়ন প্রকল্প প্রভৃতি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।

মেয়র মোহাম্মদ শাহ জাহান কাজী রিপন সভায় উল্লেখ করেন, রামগড় পৌরসভা ৯৬ কোটি টাকার একটি বড় উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। শীর্ঘ্রই এ প্রকল্পের অর্থ ছাড় হবে। ফান্ড পাওয়ার সাথে সাথেই প্রকল্পের কাজ শুরু হবে। এছাড়া এবার এলজিএসপি প্রকল্পেরও অন্তর্ভুক্ত হয়েছে এ পৌরসভা। মেয়র তার বক্তব্যে আরও বলেন, একটি মহল প্রতিহিংসাবশত পৌরসভার উন্নয়ন কাজ বাঁধাগ্রস্ত করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে পৌরবাসিকে সচেতন থাকতে হবে। তিনি পৌর কর পরিশোধে  আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, রামগড় পৌরসভার মাত্র ২৫-২৮ ভাগ নাগরিক নিয়মিত পৌর কর পরিশোধ করেন। কর পরিশোধ না করায় পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের নিয়মিত বেতন-ভাতা দেয়া সম্ভব হয় না।

পৌরসভার কর নির্ধারক মো. শাহ আলমের সঞ্চালনে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. আহসান উল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, এলজিইডির উপ সহকারী প্রকৌশলী ফারুকুর রহমান, পৌর কাউন্সিলর কাজী আবুল বসর, আবুল কাশেম, দেলোয়ার হোসেন, আনোয়ারা বেগম, সাবেক শিক্ষা কর্মকর্তা রামেশ্বর শীল, রামগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেম খাঁ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তফা, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহ আলম প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন