আর্জেন্টিনা-সৌদি আরবের একাদশ


আজ বিশ্বসেরা অন্যতম ফুটবলার লিওনেল মেসির বিশ্বকাপ মিশন শুরু । প্রতিপক্ষ হিসেবে আছেন সৌদি আরব।
কাতারের রাজধানী দোহায় বিশ্বকাপের সেরা ভেন্যু, লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দেশ। ইনজুরি শঙ্কা কাটিয়ে এই ম্যাচেই মাঠে নামছেন লিওনেল মেসি।
শুধু তাই নয়, সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা কোচ শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছেন। তার সেরা ফরমেশন, ৪-২-৩-১ ফরমেশনেই একাদশ মাঠে নামাচ্ছেন।
আর্জেন্টিনা একাদশ : ফরমেশন (৪-২-৩-১)
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো প্যারেদেস, আলেহান্দো (পাপু) গোমেজ, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া।
কোচ: লিওনেল সেবাস্তিয়ান স্কালোনি
সৌদি আরব একাদশ : ফরমেশন (৪-৪-১-১)
মোহাম্মদ আল ওয়াইজ, সৌদ আব্দুল হামিদ, হাসান আলতামবাকতি, আলি আল-বুলাইহি, ইয়াসের আল-শাহরানি, সালমান আল-ফারাজ, মোহাম্মদ কানো, আব্দুলেলাহ আল-মালকি, ফিরাস আল-ব্রিকান, সালেহ আল-শেহরি, সালেম আল-দাওসারি।
কোচ: হার্ভ জিন ম্যারি রজার রেনার্ড