আলীকদমে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম সেনাজোন (৩১ বীর) এর আওতাধীন ২৬ কিলো. আর্মি ক্যাম্প কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত।
রবিবার (২৭ আগস্ট) সকাল ০৯ টা থেকে ১ টা পর্যন্ত ২৬ কিলোমিটার আর্মি ক্যাম্প কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করেন, আলীকদম সেনাজোন (৩১ বীর) ক্যাপ্টেন মো. নুরুজ্জামান তূর্য।
এই সময় ক্যাপ্টেন মো. নুরুজ্জামান তূর্য (আরএমও আলীকদম জোন) এর নেতৃত্বে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর নারী, পুরুষ ও শিশু বাচ্চাসহ মোট ৬৭ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় । তারমধ্যে মহিলা ৩০ জন, পুরুষ ২০ জন এবং বাচ্চা ১৭ জন রয়েছে।
এই সময় ক্যাপ্টেন মো. নুরুজ্জামান তূর্য বলেন, আলীকদম সেনাজোন (৩১ বীর) এর আওতাধীন সকল ক্যাম্প গুলোতেও অসহায় দরিদ্র পাহাড়ি বাঙালিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।