আ.লীগ নেতাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কক্সবাজার কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাকে মারধরের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কুতুবদিয়া আ.লীগের তৃণমূল নেতা-কর্মীরা।
বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলা গেইটে আ.লীগের তৃণমূল নেতা-কর্মীরা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন।
দক্ষিণ ধুরুং ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সিকদার জানান, গত ১৯ আগস্ট কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের বক্তব্যের জেরে উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর সহ অন্যান্যরা মারধর করে রেজাউল করিমকে। এ ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় উত্তর জোনসহ তৃণমূলের আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে ।
উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন বাপ্পির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, নির্যাতিত নেতা রেজাউল করিম রেজা, কৈয়ারবিল ইউনিয়ন আ.লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মসলেহ উদ্দিন, দক্ষিণ ধুরুং ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সিকদার, উত্তর ধুরুং ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি শফিউল মোরশেদ প্রমুখ।