উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জন খুন


উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলেহের জের ধরে একই পরিবারের ৩ জন খুন হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কুতুপালং ক্যাম্প ২ ওয়েষ্টের ৩নং ব্লকে এ ঘটনা ঘটে।
কুতুপালং ক্যাম্প ইনচার্জ রাসেদুল ইসলাম ঘটনার কথা স্বীকার করে বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কুতুপালং ২নং ক্যাম্পের ওয়েস্ট ৩নং ব্লকে রোহিঙ্গা নুরুল ইসলাম ও তার স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী মরিয়ম খাতুনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী নুরুল ইসলাম।এসময় বাধা দিতে গেলে সে তার শালিকা হামিদা বেগমকেও দা দিয়ে হত্যা করে। পরে নিজের চুরিকাঘাতে সেও মারা যায় ঘটনাস্থলে।
উখিয়া থানার ওসি আহম্মদ সনজুর মোরশেদ বলেন, নিহত রোহিঙ্গাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নেতা মোহাম্মদ নুর জানান, নুরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়ম খাতুনের সাথে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলে আসছিল। তাদের পরিবারে রয়েছে ২ শিশু কন্যা।