উখিয়ায় অবৈধ ডাম্পারের বিরুদ্ধে সিদ্ধান্ত

fec-image

বনজ সম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পাহাড় কাটা বন্ধ করতে হবে। অবৈধ স’মিল উচ্ছেদের পাশাপাশি অবৈধ ডাম্পার মালিক ও অপ্রাপ্ত বয়স্ক লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে উখিয়া উপজেলা প্রশাসন।

১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুম উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়।

এছাড়াও সড়কে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়।

সভায় সড়কে যানজট নিরসনে ট্রাফিক এবং হাইওয়ে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় পর্যটন খাতকে সমৃদ্ধ করতে ট্যুারিস্ট পুলিশ সেবা বৃদ্ধির পাশাপাশি ইজারাদারদের অসহনীয় দৌরাত্ম্য কমানো দরকার।

সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) আমিমুল এহসান খান, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, সহকারী বন সংরক্ষক শফিউল আলম প্রমুখ।

এছাড়াও বিজিবি, আনসার, ট্যুারিস্ট পুলিশ, হাইওয়ে, ট্রাফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অবৈধ, উখিয়ায়, ডাম্পারের
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন